ভিন্ন ধারার গল্প ট্রাভেলিং টু হোম। অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই ইউটুবার সালমান মুক্তাদির ও তৌহিদ আফ্রিদি এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা মিস ওয়ার্ল্ড হিমি, আনোয়ার, সবুজ, সোহান, রিসা ও এশা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। মূলত এই সময়ের তরুণ তরুণীদের সাজেক ও কক্স বাজার যাওয়া নিয়ে হিড়িক পড়ছে।
এই বিষয় গুলো নিয়ে বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড এর ট্যুর প্ল্যান নিয়ে এই নাটকের মূল উপজীব্য। ফরহাদ হোসাইন এর চিত্রগ্রহণে নাটকটি সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রনি সিকদার জিতু। আল আমিন ফরাজী ও এমরান হোসাইন সবুজ এর প্রযোজনায় নাটকটি ব্যাকগ্রউন্ড মিউজিক করেছেন সাকির হোসাইন রাজ্। নাটকটি শনিবার ১২ ডিসেম্বর রাত ৮টা সময় চ্যানেল নাইন টিভিতে নাটকটি প্রচারিত হবে। একই দিনে রাত ৯ টায় বস মাল্টিমিডিয়ার ইউটুব চ্যানেলে আপলোড করা হবে। নাটকটি প্রসঙ্গে ডিরেক্টর স্ম্যাক আজাদ বলেন এই কাজটি নিয়ে আমি ভালো কিছু আশা করছি ইয়ং জেনারেশন এর কাছে ভালো লাগবে। সালমান, তৌহিদ, তিশা, হিমি বলেন এই গল্পে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।